Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কর ভবনে অবস্থিত বিভিন্ন সার্কেল অফিসের অধীনস্ত অধিক্ষেত্রের আওতাধীন করদাতাগণ আয়কর সংক্রান্ত বিভিন্ন সেবা পেয়ে থাকেন। নতুন টিআইএন গ্রহণ, আয়কর রিটার্ন জমাদান, আয়কর প্রদান, ট্যাক্স ক্লিয়ারেন্স সনদপত্র গ্রহণ, আয়কর রিটার্ন এর জাবেদা নকল গ্রহণ, মামলা নিস্পত্তি ইত্যাদি সেবা সমূহ পেয়ে থাকেন।

 

নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিষ্ট্রেশন এর মাধ্যমে টিআইএন নম্বর গ্রহণ করবেন। এরপর তিনি তাঁর বছরের মোট আয়ের উপর প্রযোজ্য আয়কর জমা দিয়ে আয়কর রিটার্ণ ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান অধিক্ষেত্র অনুযায়ী নির্ধারিত সার্কেল অফিসে রিটার্ন জমা দিবেন। আয়কর রিটার্ন জমার ভিত্তিতে সার্কেল কর্মকর্তা মামলাটি নিস্পত্তির মাধ্যমে আয়কর সনদপত্র  প্রদান করবেন।