Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড সারাদেশের করদাতাগণের টিআইএন গ্রহণ সহজীকরণ, ভূয়া টিআইএন বিস্তার রোধ, করদাতাগণের হয়রানী বন্ধ এবং পুরাতন ১০ ডিজিটের টিআইএন নম্বর এর বদলে ১২ ডিজিটের নতুন টিআইএন নম্বর প্রদানের সুবিধার জন্য ১লা জুলাই ২০১৩ খ্রি: তারিখ হতে অনলাইনে টিআইএন প্রদান কার্ক্রম শুরু করেছে।

 

যাদের পুরাতন টিআইএন আছে তাঁরা https://www.incometax.gov.bd/TINHome এই ওয়েব সাইটে তাঁদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর এবং পুরাতন টিআইএন এবং অন্যাণ্য তথ্য প্রদানের ভিত্তিতে বাড়িতে বসেই নতুন টিআইএন নম্বর পেতে পারেন।

 

উল্লেখ্য যে, করদাতাগণ তাঁদের পুরাতন টিআইএন দিয়ে আর রিটার্ন দাখিল করতে পারবেন না্।

 

এছাড়াও করদাতাগণ অনলাইনেও বাড়িতে বসে আয়কর জমা দিতে পারবেন। http://www.nbrepayment.org/ এই ঠিকানায়।